English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:৫৩
সূত্র:

ঢাকার সেই কাউন্সিলর রাজিবের বিরুদ্ধে অর্থপাচারের মামলা

ঢাকার সেই কাউন্সিলর রাজিবের বিরুদ্ধে অর্থপাচারের মামলা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক নির্বাচিত কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে (মানি লন্ডারিং) মামলা হয়েছে।

আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুর থানায় ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট তথা সিআইডি বাদী হয়ে মামলাটি করেছে।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, গরুর হাটে টেন্ডারবাজি ইত্যাদি অপরাধের মাধ্যমে অপরাধলব্ধ আয়ের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সিআইডি বাদী হয়ে একটি মানিলন্ডারিং মামলা দায়ের করেছে।