English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০২০ ১৮:২৪
সূত্র:

অ্যাম্বুলেন্সে মিলল ১৩ কেজি গাঁজা

অ্যাম্বুলেন্সে মিলল ১৩ কেজি গাঁজা

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় একটি অ্যাম্বুলেন্স থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দুই মাদক বিক্রেতাকে।

শনিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন।

আটক দুজন হলেন- রংপুরের তহিগঞ্জ এলাকার মৃত তোমছের আলীর ছেলে আতিক হাসান (২৩) ও গাইবান্ধার সুন্দরগঞ্জের আবদুল কাদের মোল্লার ছেলে আইনাল হক (১৮)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শুক্রবার গভীর রাতে গাঁজাভর্তি একটি অ্যাম্বুলেন্স নাগেশ্বরী থেকে বগুড়ার দিকে যাবে।

পরে ডিবি পুলিশের একটি চৌকস টিম কুলাঘাট এলাকায় ওঁৎ পেতে থেকে অ্যাম্বুলেন্সটি আটক করে। পরে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার এবং দুজনকে আটক করা হয়।

ডিবির ওসি মকবুল হোসেন বলেন, জব্দকৃত অ্যাম্বুলেন্সটি কার নামে তা বের করা হচ্ছে। কাগজপত্র অনুযায়ী অ্যাম্বুলেন্সের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।