English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০২০ ১৮:২১
সূত্র:

শাহ আমানতে ২৬২ কার্টন সিগারেট জব্দ

শাহ আমানতে ২৬২ কার্টন সিগারেট জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৬২ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। এরপর সিগারেটগুলো জব্দ করে বিমানবন্দর কাস্টমসকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়।

শুক্রবার রাত পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্সের সহায়তায় চালানটি জব্দ করে এনএসআই টিম।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে হাটহাজারীর বাসিন্দা আমিনুল হক চট্টগ্রাম আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগেজ তল্লাশি করে ২৬২ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।