English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১৬:৩৫
সূত্র:

ভারতে তথ্য পাচার: আটক পুলিশ সদস্য ৫ দিনের রিমান্ডে

ভারতে তথ্য পাচার: আটক পুলিশ সদস্য ৫ দিনের রিমান্ডে

দেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার পুলিশ সদস্য দেব প্রসাদ সাহাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তাকে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হুসাইনের আদালতে হাজির করা হলে রিমান্ড শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে, গত ১৭ ডিসেম্বর দেব প্রসাদ সাহাকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করে যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ। বুধবার পুলিশ দেব প্রসাদ সাহাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিল। রিমান্ড শুনানির জন্য আদালত বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।

যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌদিুল ইসলাম জানান, দেব প্রসাদ সাহার বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর বেনাপোল পোর্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। তিনি খুলনার তেরখাদা উপজেলা সদরের সুরেন্দ্রনাথ সাহার ছেলে। গ্রেফতারের সময় তিনি ঢাকার উত্তরা এক নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত তিনি বেনাপোল ইমিগ্রেশনে ছিলেন। সেখানে থাকা অবস্থায় দেব প্রসাদ সাহা প্রায় সীমান্তের নো ম্যানস ল্যান্ড অতিক্রম করে ভারতে প্রবেশ করতেন এবং এস চক্রবর্তী ও পিন্টু নামে দু’জনের কাছে বাংলাদেশের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন বলে অভিযোগ রয়েছে।