English Version
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৯ ১৫:৪৯
সূত্র:
১১৮ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ

বিমানের সাবেক পরিচালক ও ডিজিএম কে গ্রেপ্তার

বিমানের সাবেক পরিচালক ও ডিজিএম কে গ্রেপ্তার

১১৮ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে বিমানের সাবেক পরিচালক আলী আহসান বাবু এবং ডিডিএম ইফতেখার হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুদক। তাদের বিরুদ্ধে কার্গো হ্যান্ডেলিংয়ের ১১৮ কোটি টাকা আদায় না করে আত্মসাতের অভিযোগ এনে মামলা করা হয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদ ও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাইলট নিয়োগে দুর্নীতির অভিযোগে সোমবার দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। অন্য দুই আসামি হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পরিচালক (প্রশাসন) বর্তমানে এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ পার্থ কুমার পণ্ডিত এবং ব্যবস্থাপক (নিয়োগ) ফখরুল হোসেন চৌধুরী।