English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৯ ২২:০৭
সূত্র:

১১৯৭ কোটি টাকা মানিলন্ডারিংয়ের মূল হোতা গ্রেফতার

১১৯৭ কোটি টাকা মানিলন্ডারিংয়ের মূল হোতা গ্রেফতার

১১৯৭ কোটি টাকা মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন দিদারুল ইসলাম টিটু ও কবির হোসেন। তাদেরকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। এ সময় এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মোমেন উপস্থিত ছিলেন।

মহাপরিচালক সহিদুল ইসলাম বলেন, ‘আসামি দিদারুল আলম টিটু ও তার সহযোগী কবির হোসেন এবং আসামি আব্দুল মোতালেব ও অন্যান্য সহযোগী মেসার্স এগ্রো বিডি এন্ডি জেপি, হেনান আনহুই এগ্রো এলসি এবং হেত্ৰা ব্ৰাকা নামায় তিনটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান খুলে প্রতিষ্ঠানের নামে মিথ্যা ঘোষণায় পোল্ট্রি ফিড মেশিনারি আমদানির ঘোষণা দিয়ে বিপুল পরিমাণে মদ, সিগারেট, ফটোকপিয়ার মেশিন আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে এক হাজার ১৯৭ কোটি টাকা মানিলন্ডারিং করেছেন।’