English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৯ ১৮:৩৮

বেনাপোলে ৯ ট্রাক ভারতীয় পান আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
বেনাপোলে ৯ ট্রাক ভারতীয় পান আটক করেছে বিজিবি

যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকা থেকে  ৯ ট্রাক ভারতীয় পানপাতা আটক  করেছে বিজিবি সদস্যরা।  বুধবার রাতে ৫৮ টন ভারতীয় পানপাতা সহ ৯টি ট্রাক আটক করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা পিএসসি জানান, ভারত থেকে বিপুল পরিমান পান পাতা পাচার হয়ে ভারতে যাচ্ছে  এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে পান বোঝাই ৯ ট্রাক আটক করে।  ট্রাকসহ আটককৃত পানপাতার মূল্য ৩ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানায়। ট্রাক সহ পানপাতা যশোর বিভাগীয় শুল্ক গোডাউনে জমা দেয়া হয়েছে।  এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে থানায়।