English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৯ ১৮:১৪

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোলের গাতীপাড়া সীমান্ত থেকে ৭জন নারী-পুরুষ শিশুকে আটক করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক
ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের

বেনাপোলের গাতীপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৭ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।

বুধবার ২৭ নভেম্বর দুপুরে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে ৫জন পুরুষ,১জন নারী ও এক শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল ও বাগেরহাট জেলায়।

৪ ৯বিজিবি কমান্ডিং অফিসার লেঃকর্ণেল সেলিম রেজা জানান, ভারত থেকে গাতীপাড়া সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক নারী পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এমন ধরনের গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫পুরুষ ১নারী ও ১ শিশুকে আটক করা হয়। আটক কৃতদের মধ্যে আনারুল ইসলাম দাবি করেছেন তারা দীর্ঘদিন ভারতের ব্যাঙ্গলুরু শহরে বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলো। গতমাসে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বাংলাদেতশে ফেরৎ পাঠানোর জন্য বিএসএফের কাছে তুলে দেয়। বিএসএফ‘রা আজ ভোর রাতে আমাদেরকে বাংলাদেশে ঠেলে দেয় ও পরে বিজিবি সদস্যরা আমাদেরকে আটক করে। আটককৃতদের বেনাপোল র্পোট থানায় সোর্পদ করে। এ ঘটনায় একটি মামলা হয় বেনাপোল পোর্ট থানায়।