English Version
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৯ ১৫:১৯
সূত্র:

শাহজালাল বিমানবন্দরে ৭৪ হাজার মার্কিন ডলারসহ যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে ৭৪ হাজার মার্কিন ডলারসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৪ হাজার ৪০০ ইউএস ডলারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বিমানবন্দরের একটি টিম। এ ডলারের অর্থমূল্য প্রায় ৬৩ লাখ ৯ হাজার টাকা।

গতকাল রবিবার রাতে মো. মাহবুবর রহমান নামে ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে কর্তব্যরত গোয়েন্দারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। রবিবার রাত ১১টার দিকে হেভি লাগেজ গেট নম্বর-৪ এলাকায় মালিন্দো এয়ারলাইন্সের (কুয়ালালামপুরগামী ফ্লাইট নম্বর-ওডি১৬১) যাত্রী মো. মাহবুবর রহমান গেট দিয়ে প্রবেশ করলে তাকে তল্লাশি চালিয়ে তার হাতের ট্রলি ব্যাগ থেকে ৬৩ লাখ ৯ হাজার ১২০ টাকা সমমূল্যের ৭৪ হাজার ৪০০ ইউএস ডলার জব্দ করা হয়।

আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করে কাস্টমস আইনে ব্যবস্থা নিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।