English Version
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৫৩
সূত্র:

জি কে শামীমের বিরুদ্ধে তিন মামলা (ভিডিও)

জি কে শামীমের বিরুদ্ধে তিন মামলা (ভিডিও)

গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গুলশান থানায় নিয়ে আসে র‌্যাব। সেখানে তাদের থানা হাজতে রাখা হয়। গুলশান থানার ওসি কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, র‌্যাব তিনটি অভিযোগ দিয়েছে। এর একটি মাদক আইনে, একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এবং আরেকটি অস্ত্র আইনে।

এসব মামলায় জি কে শামীমসহ আটজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের অফিসে অভিযান চালিয়ে থেকে তাকে র‌্যাব আটক করে। ওই অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত), মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, জি কে শামীমকে টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি, কোর্টে তার বক্তব্য সঠিক হলে তিনি ছাড়া পাবেন। তিনি আরও বলেন, আমরা তথ্য পেয়েছি তার নগদ টাকা অবৈধ উৎস থেকে এসেছে। কিন্তু এটা সত্য-মিথ্যা প্রমাণ করার দায়িত্ব তার। তিনি এটা কোর্টের সামনে প্রমাণ করবেন।