English Version
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৭
সূত্র:

হাতিরঝিলে ভেসে উঠলো মরদেহ

হাতিরঝিলে ভেসে উঠলো মরদেহ

রাজধানীর হাতিরঝিল লেকের পানিতে একটি মরদেহ পাওয়া গেছে। মরদেহটি একজন পুরুষের। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

শনিবার ভোরে হাতিরঝিলের কুনিপাড়ার দিকে মরদেহটি ভেসে ওঠে। প্রথমে শুধু এর পিঠ ও মাথা দেখা যাচ্ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের গায়ে চেক গেঞ্জি ও প্যান্ট ছিল।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে আনুমানিক ২-৩ দিন ধরে এটি পানিতে ছিল। এর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি কীভাবে হাতিরঝিলে এলো, তা জানার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে মরদেহটি পানি থেকে তুলে এর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: জাগোনিউজ