English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৯ ১১:০৩
সূত্র:

চট্টগ্রামে ১০০ স্বর্ণের বারসহ ২ জন গ্রেফতার

চট্টগ্রামে ১০০ স্বর্ণের বারসহ ২ জন গ্রেফতার

চট্টগ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস স্বর্ণের বারসহ ২ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে কোতোয়ালি থানার সিআরবি এলাকায় একটি কারে তল্লাশি চালায় পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো— নারায়ণগঞ্জের সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকার পরেশ চন্দ্র সাহার ছেলে লাভলু সাহা প্রকাশ প্রলয় কুমার সাহা (৫৯) ও শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শিদলপুরা এলাকার হাশেম সওদাগরের ছেলে মো. বিলাল হোসেন প্রকাশ কাদের (২৮)।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) এস এম মোস্তাইন হোসাইন জানান, গোপন সংবাদে খবর পেয়ে একটি কারে তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। দুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।