English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৫৯
সূত্র:

কোকের বোতলে ‘বিকৃত বাংলা’ বন্ধে হাইকোর্টে রিট

কোকের বোতলে ‘বিকৃত বাংলা’ বন্ধে হাইকোর্টে রিট

কোমল পানীয় কোম্পানি কোকাকোলার বিজ্ঞাপনে বাংলা ভাষার বিকৃত শব্দ কেন ব্যবহার করা হচ্ছে তা জানতে চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রিটে ভাষা বিকৃতি বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়েছে। 

বুধবার হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদের-এর সমন্বয়ে গঠিত বেঞ্চে আইনজীবী মনিরুজ্জামান এই রিট আবেদন করেছেন।

রিটকারী আইনজীবী মনিরুজ্জামান জানান, রিট কোকাকোলার ব্যবসা বন্ধের জন্য করা হয়নি! বাংলা ভাষার বিকৃতি রোধে করা হয়েছে।

এ রিটের বিবাদীরা হলেন- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক ও বেভারেজ কোম্পানি কোকাকোলা।

ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার এ রিটের বিষয়ে জানান, কোকাকোলা বেভারেজ কোম্পানির বিজ্ঞাপন দেয়ার সময় টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় বাংলা ভাষায় একই শব্দের কয়েকটি অর্থযুক্ত বিভিন্ন বাক্য ব্যবহার করা হয়। যা বাংলা ভাষার বিকৃতি ও শ্রীহীন মনে হয়। এমনকি কুরুচিও প্রকাশ পায়।