English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:৩৭
সূত্র:

রাজধানীতে ১৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

রাজধানীতে ১৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

রাজধানীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

রবিবার (১০ ফেব্রুয়ারি ১৯) রাত ১০টায় বিমানবন্দর থানাধীন এয়ারপোর্ট লিংক রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি (উত্তর) বিভগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।

এ সময় তাদের দখলে থাকা ট্রাকে তল্লাশী করে বিশেষ ভাবে তৈরি পাটাতনের নিচে লুকানো থাকা ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম-মোঃ আবু তাহের (৩০), মোঃ মোক্তার খন্দকার (২৭) ও মোঃ সাইফুল ইসলাম ওরফে চাঁন মিয়া (৪৩)। 

ডিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তার বি-বাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ট্রাকযোগে বহন করে তা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

তাদের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।