English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৪০
সূত্র:

ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ব্রীজের পূর্ব পাশের ঢালে রাসেলের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

তিনি বলেন, শনির আখড়ায় পাকা রাস্তার ওপর ট্রাক থেকে ৪টি বস্তায় ১ হাজার ২৯০ বোতল ফেনসিডিলসহ এ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।