English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৯ ১১:৪১
সূত্র:

হান্ডি রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা

হান্ডি রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দেয়া মান নিয়ন্ত্রণে ‘এ’ ক্যাটাগরির স্টিকার নকল করে ব্যবসা করার দায়ে হান্ডি রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে ধানমন্ডির বিভিন্ন রেস্টুরেন্টে ভেজালবিরোধী অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এসময় হান্ডি রেস্তোরাঁর পল্টন শাখাকে দেয়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি স্টিকার নকল করে ধানমন্ডির এই শাখায় ঝুলিয়ে রাখা হয়েছে।

এবিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিষয়টি স্বীকার করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, নকল স্টিকার ব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করছে প্রতিষ্ঠানটি।

ভবিষ্যতে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।