English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫২
সূত্র:

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৮

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৮

ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার সকালে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে ওই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এএসপি মিজান আরো বলেন, গ্রেফতাররা নির্বাচনকে ঘিরে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়াচ্ছিল। তাদের কাছ থেকে ভিডিও তৈরির সরঞ্জাম, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।

দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।