English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪৮
সূত্র:

নির্বাচনে ব্যবহারের জন্য তৈরি ২২০ ভুয়া সিল জব্দ

নির্বাচনে ব্যবহারের জন্য তৈরি ২২০ ভুয়া সিল জব্দ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৈরি ২২০টি নকল সিল জব্দ করা হয়েছে রাজধানীর পল্টন থেকে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৩) এসব নকল সিল উদ্ধার করে।

এ সময় সালাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য নকল সিল তৈরি ও বিক্রি করা হচ্ছে। গোয়েন্দা তথ্যে এমন খবর জানা যায়। এরপর তথ্যের সত্যতা যাচাইয়ে পল্টনের কমরেড মণি সিংহ সড়কে গেলে অভিযুক্ত সালাউদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। এ সময় তাকে গ্রেফতার এবং নকল সিলগুলো জব্দ করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে কমরেড মণি সিংহ সড়কের 'মদিনা মেটালিক' নামক দোকানে এ অভিযান চালিয়ে এসব সিল জব্দ করা হয়।