English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮ ১১:০৩
সূত্র:

রাজধানীতে মদ ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে আটক ৩

রাজধানীতে মদ ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে আটক ৩

রাজধানীর উত্তরায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য, কসমেটিকস আমদানি ও অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার রাতে উত্তরার ১১ নম্বরের একটি বাসা থেকে ৮৮১ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করে র‍্যাব।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, দীর্ঘদিন ধরে ডিউটি ফ্রি শপের নামে মদ আমদানি করে খোলা বাজারে বিক্রি করে আসছিলেন ওই চক্রটি। ওই চক্রের তিনজনকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।