English Version
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৫
সূত্র:

হোটেল রেইনট্রিতে ধর্ষণ: সেই সাফাতের জামিন

হোটেল রেইনট্রিতে ধর্ষণ: সেই সাফাতের জামিন

বনানীর আলোচিত ‘দ্য রেইনট্রি’হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রী ধর্ষণের মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।

ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজিমুদ্দৌলা বৃহস্পতিবার তার জামিন আবেদন মঞ্জুর করেন। সাফাতের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজিবউল্ল্যা হিরু শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ মামলায় সাফাত আহমেদ একবছর সাত মাসের বেশি সময় ধরে কারাগারে রয়েছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালেও দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে। মামলার বাদীসহ কয়েকজনের সাক্ষীও হয়েছে। আসামি জামিন পেলে বাদী কিংবা সাক্ষীদের ওপর কোনও প্রকার প্রভাব ফেলবে না। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।’

এ মামলার অন্য আসামি সাফাত আহমেদের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম ও সাদমান সাকিফ কারাগারে রয়েছে। আর সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী জামিনে রয়েছে।

২০১৭ সালের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ওই ঘটনার প্রায় ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে আসামি করে বনানী থানায় ধর্ষণের মামলা করেন এক ভুক্তভোগী।

১৩ জুলাই ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামি সাফাত ও নাঈমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১) ধারা এবং অন্য আসামিদের বিরুদ্ধে ৯ (১) এর ৩০ ধারায় অভিযোগ গঠন করা হয়।

অভিযুক্ত পাঁচজন হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।