English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৮ ১২:১৬

২৪ কেজি স্বর্ণসহ পদ্মার তীরে আটক ৫

অনলাইন ডেস্ক
২৪ কেজি স্বর্ণসহ পদ্মার তীরে আটক ৫

ঢাকার দোহার উপজেলার পদ্মা পাড়ের মৈনটঘাট এলাকা থেকে ২০৪টি স্বর্ণের বারসহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এসব স্বর্ণের ওজন ২৪ কেজির বেশি হবে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-১১ ও ঢাকা দক্ষিণের ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, পাঁচ ব্যক্তি বিপুলসংখ্যক স্বর্ণের বার নিয়ে ঢাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছে বলে গোপন খবর পাওয়ার পর র‌্যাব ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বারগুলো তারা ভারতে পাচার করতে যাচ্ছিলেন।

পুলিশ আরো জানায়, গ্রেফতার কৃর্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানানো যাচ্ছে না। বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।