English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:১৪

সড়কে শৃঙ্খলা ফেরাতে অনড় অবস্থানে পুলিশ

অনলাইন ডেস্ক
সড়কে শৃঙ্খলা ফেরাতে অনড় অবস্থানে পুলিশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীজুড়ে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কার্যক্রমের তৃতীয় দিনে নগরীর বিভিন্ন পয়েন্টে চালকের লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র যাচাই করছে পুলিশ। ট্রাফিক আইন প্রয়োগে অনড় পুলিশের কাছে কোনো তদবিরেই কাজ হচ্ছে না।

বৃহস্পতিবার সকাল ১০ টার পর থেকে মোহাম্মদপুর, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কাজ করছে পুলিশ। এসময় পথচারীদের ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের নির্দেশনায় পুলিশের পাশাপাশি সহায়তার কাজ করছেন রোভার স্কাউট সদস্যরা।

এদিকে ‘হেলমেট না থাকলে তেল নয়’ এ স্লোগানকে সামনে অনড় অবস্থানে রয়েছে পাম্পগুলো। হেলমেট না থাকলে মোটরসাইকেল আরোহীদের কাছে তেল বিক্রি করছে না।

মোহাম্মদপুর জোনের সার্জেন্ট শাফায়েত সিদ্দিকি বাংলাদেশ জার্নালকে বলেন, আইন অমান্যকারী কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই কার্যক্রম চলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের লেনবিধি মেনে গাড়ি চলছে না কোথাও। ডান দিকে মোড় নেয়া নিষেধ থাকলেও সেদিকেই মোড় নিচ্ছে একের পর এক মোটরসাইকেল ও প্রাইভেটকার। অনেক কিশোর চালককে লেগুনা নিয়ে রাজধানীর সড়কে নামতে দেখা গেছে। রংচটা, অনুপযুক্ত কিছু বাসও আগের মতোই বেপরোয়া গতিতে চলতে দেখা গেছে।

স্টপেজ বাদ দিয়ে জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে যাত্রী নিতে দেখা গেছে তানজিল পরিবহন, বিহঙ্গ, বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন, বিআরটিসিসহ অধিকাংশ পরিবহনের বাসগুলোকে।

যাত্রী তোলার কারণ জানতে চাইলে বিআরটিসি বাসের হেলপার সাব্বির বলেন, ‘আগে যাত্রীদের সচেতন করেন, তারা স্টপেজে না দাঁড়িয়ে এখানে দাঁড়ালেতো আমাদের তুলতে হয়। আর স্টপেজ দূরে হওয়ায় সেখানে নামতে চান না’।

শাহবাগ মোড়ে অবস্থান করে যানবাহনের এসব অনিয়ম দেখা গেছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদু্জ্জামান মিয়া স্টপেজে অবস্থান করে যাত্রী ওঠানামার কথা বলেছেন। যে কারণে অন্য সময়ের তুলনায় শাহবাগে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। সঙ্গে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরাও রয়েছেন। কিন্তু যাদের জন্য এতো নিয়ম তারাই তা তোয়াক্কা করছেন না।