English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮ ১৩:৪৭

৩০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
৩০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে র‌্যাবের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন এক পুলিশ সদস্য।

শনিবার সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

এএসআই আবুল বাশার নামে এ পুলিশ সদস্য বর্তমানে বরাখাস্ত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে সংযুক্ত আছেন।

র‌্যাব-৭ এর স্কোয়াড্রেন লিডার সাফায়াত জামিল ফাহিম গণমাধ্যমকে জানান, বাশার মোটর সাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বেশকিছু ইয়াবা পাওয়া গেছে।  

র‌্যাব কর্মকর্তা ফাহিম বলেন, “আমরা জানতে পেরেছি বাশার আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশে কর্মরত ছিলেন। কিছুদিন আগে সে মাদক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছিল। তারপর থেকে সে বরাখাস্ত অবস্থায় আছে।”

বাশারের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৩০ হাজার হতে পারে জানিয়ে তিনি বলেন, “ইয়াবাগুলো গণনা হচ্ছে। সে কোন জায়াগা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কোথায় নিয়ে যাচ্ছিল তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”