English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৮ ১১:০৭

নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে : র‌্যাবের মহাপরিচালক

অনলাইন ডেস্ক
নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে : র‌্যাবের মহাপরিচালক

মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

সোমবার গোপালগঞ্জের শেখ মনি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময় মাদক ব্যবসায়ীদের ব্যবসা ছেড়ে দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি জানান, ‘বাংলাদেশে অনেক সময় আমরা অনেক ধরণের নোংরা রাজনৈতিক কর্মকাণ্ড দেখি। একটা রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষিতে আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে রাজনৈতিক বক্তব্যের পাল্টা বক্তব্য দেয়া সঠিক বলে আমি মনে করি না। আমরা এটা বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, এদেশের সমস্ত সাধালণ মানুষকে সঙ্গে নিয়ে। এটি একদিকে প্রধানমন্ত্রীর নির্দেন, অন্যদিকে দেশনবাসীর চাওয়া। এটা ন্যাশনাল ডিমান্ড। সেটিকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। মাদক ব্যাবসায়ীদের কোনো ছাড় বা নিস্তার নেই। এদেশে মাদক সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত আমাদের যে যুদ্ধ আমরা পরিচালনা করছি, সেটিকে আমরা অব্যাহত রাখবো।’