English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৮ ১৫:৪৩

দুই বাসচালক ও দুই হেলপার আটক: র‌্যাব

অনলাইন ডেস্ক
দুই বাসচালক ও দুই হেলপার আটক: র‌্যাব

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তিনটি বাসের দুই চালক ও দুই হেল্পারকে আটক করেছে র‌্যাব-১।

সোমবার (৩০ জুলাই) দুপুরে তাদের আটক করার খবর বার্ত২৪কে নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান।

চালক ও এক হেল্পারের নাম নিশ্চিত না হওয়া গেলেও অপর হেল্পারের নাম এনায়েত বলে জানা গেছে।

রাজধানীর বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর বাস চালিয়ে দেওয়ার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়েছে। রোববার (২৯ জুলাই) রাত ৮ টায় নিহত দুই শিক্ষার্থীর পরিবার থেকে ক্যান্টনমেন্টে থানায় অজ্ঞাত নামে আসামি করে একটি মামলা করা হয়।

এদিকে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে সকাল সাড়ে ১০ টা থেকে বিমানবন্দর সড়কের এমইএস চত্বরে দুই পাশে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এসময় তারা বিচার চাই, বিচার চাই-বলে স্লোগান দিতে দেখা যায়। মানববন্ধনে তাদের সঙ্গে একত্মতা প্রকাশ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। একই দাবিতে দুপুর সাড়ে ১১ টার দিকে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজ, সিটি কলজসহ অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীরা।