English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৮ ১২:০০

চলে গেল দু’টি প্রাণ, এরই মাঝে সেলফি নিয়ে ব্যস্ত পথচারী

অনলাইন ডেস্ক
চলে গেল দু’টি প্রাণ, এরই মাঝে সেলফি নিয়ে ব্যস্ত পথচারী

যেখানে সেখানে সেলফি তুলতে মেতে ওঠা নিয়ে এখন প্রায়ই আলোচনা-সমালোচনা হয়। কিন্তু যারা সেলফি-মগ্ন তারা সেসবে কান দিতে নারাজ। আশপাশে যদি মানুষের লাশও পড়ে থাকে, কিম্বা মারধর, ভাঙচুর এসবও চলতে থাকে- তবু কারো কারো সেলফি-নেশা কমবার নয় মোটেও।

এমনই দৃশ্য রোববার দেখা গেলো রাজধানীর কুর্মিটোলা বিমানবন্দর সড়কে। দুপুর ১টার দিকে সেখানে জাবালে নূর পরিবহনের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ওপর তুলে দিলে ঘটনাস্থলেই মারা যান ২ জন। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসেন কলেজের অন্যান্য শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধরা তখন সেখানে যে গাড়ি পেয়েছেন সেটিই ভাঙচুর করেছেন। ভাঙচুর করা গাড়িগুলো তখন দাঁড়িয়ে আছে ঘটনাস্থলে। রাস্তা ধ্বংসযজ্ঞের রূপ ধারণ করেছে। তিন কিশোর-কিশোরীর শরীরের তাজা রক্ত তখনও সড়কে বইছে। এমতাবস্থায় এক তরুণকে দেখা গেলো সেখানকার দৃশ্য মোবাইল ক্যামেরার ফ্রেমে এনে সেলফি তুলছেন। কেউ কেউ সেখানে দাঁড়িয়েই ফেসবুক লাইভে নিজেদের চেহারা দেখাচ্ছেন।