English Version
আপডেট : ১৪ জুন, ২০১৮ ১১:৪৯

দুই মাসের মাথায় কারাগার থেকে ছাড়া পেয়েছেন শীর্ষ জঙ্গি নাবিলা

অনলাইন ডেস্ক
দুই মাসের মাথায় কারাগার থেকে ছাড়া পেয়েছেন শীর্ষ জঙ্গি নাবিলা

জঙ্গি নারী হোমায়রা ওরফে নাবিলা গ্রেফতারের দুই মাসের মাথায় কারাগার থেকে ছাড়া পেয়েছেন। কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক মোহাম্মদ শাহজাহান বলেন, জামিন পাওয়ার পর বুধবার বিকালে নাবিলাকে মুক্তি দেওয়া হয়েছে। জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গত ৫ এপ্রিল গ্রেফতার হন নাবিলা। আর গত সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান।

সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, রাষ্ট্রপক্ষ থেকে জঙ্গি নাবিলার জামিনের ঘোর বিরোধিতা করা হয়। আদালত দুই পক্ষকে শুনে নাবিলার জামিন দেন।   পুলিশ বলছে, নাবিলার স্বামী তানভীর ইয়াসিন করিমও নব্য জেএমবির একজন অর্থদাতা। গত বছরের ২০ নভেম্বর গ্রেফতার হয়ে কারাগারে আছেন তিনি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় পুলিশ কলাবাগান থানা এলাকার বিভিন্ন মেস ও আবাসিক হোটেলে ‘ব্লক রেইড’ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে সাইফুল ইসলাম নামের একজন আত্মঘাতী হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান হোমায়রা ওরফে নাবিলা। একই অভিযোগে গ্রেফতার তার স্বামী তানভীর ইয়াসিন করিম এ ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।