English Version
আপডেট : ১০ জুন, ২০১৮ ১৪:৩৩

চট্টগ্রামে সাড়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ আটক ১

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে সাড়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ আটক ১

চট্টগ্রামে ৩১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. ফারুক (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৯ জুন) রাত ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক পটিয়া উপজেলার বাংলাবাজার এলাকার আবু মিয়ার ছেলে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে জাল টাকাসহ ফারুক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ঈদের বাজারে জাল টাকা চালানোর চেষ্টা করছিলেন। তার প্যান্টের পকেট তল্লাশি করে মোট ৩১ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

ওসি আরো বলেন, জাল নোটগুলো ১১টি ৫০০ টাকার নোট ও ২৬টি ১০০০ টাকার নোট। অধিকাংশ নোটই একই সিরিয়ালের ছিল বলে উল্লেখ করেন তিনি।