English Version
আপডেট : ৭ জুন, ২০১৮ ১২:০১

ইয়াবাসহ ‘মাদকসম্রাজ্ঞী’ লাবনী আটক

অনলাইন ডেস্ক
ইয়াবাসহ ‘মাদকসম্রাজ্ঞী’ লাবনী আটক

ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে ‘মাদকসম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত লাবনী খাতুনকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে পৌর সদরের ঠাকুরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, লাবনী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় লাবনী ‘মাদকসম্রাজ্ঞী’ নামে পরিচিত।

তিনি আরও জানান, লাবনীকে আটকের জন্য এর আগে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।