English Version
আপডেট : ৩০ মে, ২০১৮ ১১:০৭

মিরপুরে আগোরা, বনানীতে হ্যানরি চায়নিজকে জরিমানা

অনলাইন ডেস্ক
মিরপুরে আগোরা, বনানীতে হ্যানরি চায়নিজকে জরিমানা

পচা মাছ রাখা ও অনুমোদনহীন সেমাই বিক্রি করার দায়ে আগোরার মিরপুর শাখাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ মিজানুর রহমান ও ক্যাশিয়ার কাউসারকে তিন মাসের কারাদণ্ডও দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বনানীর হ্যানরি চায়নিজ রেস্টুরেন্টকে পচা-বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। বনানীর সালমা ক্যাটারিংয়ের কারিগর কামাল হোসেনকে তিন মাসের সাজা দেওয়া হয়েছে ইফতারির জিলাপিতে কাপড়ের রং মেশানোয়। তবে ধাবার পরিবেশ ভালো হওয়ায় সেখানে কোনো জরিমানা করেননি আদালত। উল্টো এই প্রতিষ্ঠানের মালিককে ধন্যবাদ জানান ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিরপুর-২ নম্বরের সনি সিনেমা হলের পাশে চিড়িয়াখানা সড়কের আগোরায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আগোরায় অভিযানের পরই এলাকায় বার্গার কিং নামের একটি ফাস্টফুডের দোকানকে বিএসটিআইয়ের সিল ছাড়াই খাবার বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে এ দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। পরে তিনি সাংবাদিকদের জানান, আগোরা সুপার সপে ভালো মানের পণ্য কেনার জন্য আসে ক্রেতাসাধারণ। কিন্তু অভিযানে দেখা গেল ভালো মাছের সঙ্গে পচা গলা মাছও বিক্রি করা হচ্ছে। ১০ কেজি রুই ও রূপচাঁদা জব্দ করা হয়েছে, যা বিক্রি ও খাওয়ার অনুপযোগী। এ কারণে চার লাখ টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন সেমাই বাজারজাত করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আগোরার ফুড অফিসার মো. কামাল বলেন, ‘আদালত যেটা করেছে তা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না।’ বার্গার কিংয়ের ম্যানেজার আব্দুল আওয়াল রনিও অনেকটা একই ধরনের কথা বলেন।

এদিকে বিকেলে সিটি করপোরেশনের সহযোগিতায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বনানীর হ্যানরি চায়নিজ রেস্টুরেন্টের রান্নাঘরে ঢুকেই চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান। এখানে পচা-বাসি খাবারের পাশাপাশি ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য পান। তাই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এরপরই বনানীর ক্যাটারিং সার্ভিস ও ধাবা নামে আরো দুটি খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সালমা ক্যাটারিং সার্ভিসে ইফতারির জিলাপিতে কাপড়ের রং মেশানোয় জিলাপির কারিগর কামাল হোসেনকে তিন মাসের সাজা দেন আদালত। তবে ধাবার পরিবেশ ভালো হওয়ায় সেখানে কোনো জরিমানা করেননি আদালত। উল্টো এই প্রতিষ্ঠানের মালিককে ধন্যবাদ জানান ভ্রাম্যমাণ আদালত।