English Version
আপডেট : ২৪ মে, ২০১৮ ১৫:০১

নোংরা পানি-তেলে রান্না, কেএফসিকে ১ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
নোংরা পানি-তেলে রান্না, কেএফসিকে ১ লাখ টাকা জরিমানা

নোংরা পানি ব্যবহার ও পুরনো তেলে ফাস্টফুডের বিভিন্ন খাবার রান্নাবান্না করার অপরাধে কেএফসিকে এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

২৩ মে, বুধবার দুপুরে ধানমন্ডির ফাস্টফুডের এই রেস্টুরেন্টটিতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

সারওয়ার আলম প্রিয়.কমকে বলেন, তারা যে মেশিন দিয়ে পানি পিউরিফাই করত তা নষ্ট ছিল। মেশিনের আল্ট্রাভায়ােলেট সিস্টেমটা কাজ করতে না। কতদিন ধরে এই অবস্থা বিষয়টি তারা নিজেরাও জানে না। তবে তাদের দাবি সম্প্রতি এমনটি হয়েছে। এর পাশাপাশি তাদের খাবার তৈরির তেলগুলো ছিল পুরনো। পুরনো তেলে সব খাবার রান্না করতে আবার সেই তেল তারা ব্যবহার করতে। এ কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সারওয়ার আলম আরও বলেন, তাদের একটি চিকেন ফ্রাই তৈরিতে খরচ হয় মাত্র ৩১ টাকা ৭৫ পয়সা। অথচ তারা তা গ্রাহকের কাছে বিক্রি করে ১৩১ টাকায়। এত বেশি দামে পণ্য কিনে ক্রেতা কেন নোংরা পানি আর তেলে তৈরি খাবার খাবে?