English Version
আপডেট : ২১ মে, ২০১৮ ১৪:৩০

ইমামের মাথায় মল ঢালার ঘটনায় এ পর্যন্ত আটক-৪

অনলাইন ডেস্ক
ইমামের মাথায় মল ঢালার ঘটনায় এ পর্যন্ত আটক-৪

মশিউর দিপু, বরিশাল প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারকে প্রকাশ্যে মারধর ও মাথায় মল ঢেলে লাঞ্চিত করার ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। সর্বশেষ শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মহিষকাটা এলাকা থেকে মামলার অন্যতম আসামী সোহেল খন্দকারকে আটক করা হয়।  সোহেল খন্দকার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের এমদাদ খন্দকারের ছেলে। রোববার (২০ মে) দুপুরে জেলা পুলিশের সদর সার্কেল অফিসে এক সংবাদ সম্মেলনে বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এ তথ্য  জানান। তিনি আরও বলেন আটক সোহেল খন্দকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে গভীর তদন্তের সার্থে তার রিমান্ড আবেদন করা হবে।

এর আগে মো. মিরাজ হোসেন সোহাগকে গ্রেফতার করা হয়। বরিশাল বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত এবং মামলার আসামিদের সবাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে তাদের রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, গত ১১ মে প্রকাশ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে কাঠালিয়া গ্রামের কাঠালিয়া ইসলামিয়া দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আবু হানিফের মাথায় মল ঢেলে নির্যাতন করা হয়। এ সময় নিপীড়করা ঘটনার ভিডিও ধারণ করে পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

এরপর মাদ্রাসা সুপার মাওলানা হানিফ বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে ১৩ মে সন্ধ্যায় বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।