English Version
আপডেট : ৬ মে, ২০১৮ ১৮:১৭

বিমানের মাইক্রোবাসের দরজায় ৭ কেজি স্বর্ণ

অনলাইন ডেস্ক
বিমানের মাইক্রোবাসের দরজায় ৭ কেজি স্বর্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি মাইক্রোবাস থেকে রোববার ৭ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। মাইক্রোবাসটির দরজায় অভিনব কায়দায় স্বর্ণগুলো লাগানো ছিল।   রোববার দুপুরে বিমানবন্দরের হ্যাঙ্গার গেট এলাকা থেকে স্বর্ণ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ঢাকা মেট্রো চ-৫৩-৩০৬৪ নাম্বার প্লেটের ওই মাইক্রোবাসটিতে তল্লাশি চালানো হয়।

এ সময় ৬ কেজি ৯৬০ গ্রাম স্বর্ণসহ বিল্লাল হোসেন নামে মাইক্রোবাসটির চালককে আটক করে ঢাকা কাস্টমস হাউজ। আটককৃত বিল্লাল এমটি পদে কর্মরত। তার কার্ড নম্বর ০০১২৪৫০৪৭৪৩২১৪।

খবরটির সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের হ্যাঙ্গার গেটে অবস্থান নেয় ঢাকা কাস্টমস কর্মকর্তারা। এ সময় হ্যাঙ্গার গেট দিয়ে বের হওয়ার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাইক্রোবাসটিতে তল্লাশি চালানো হয়।

এ সময় মাইক্রোবাসটিতে ৬০টি স্বর্ণের বারসহ চালক বিল্লালকে আটক করা হয়। বিল্লালের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।