English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮ ২০:২৪

হোটেলের পেছনে পরকীয়া করতে গিয়ে ধরা, যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
হোটেলের পেছনে পরকীয়া করতে গিয়ে ধরা, যুবককে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলায় হোটেলের পেছনে এক নারীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে মারধরে মাজেদুল (৩৫) নামে এক যুবক পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার ভোরে রাবনা বাইপাস এলাকার মায়া হোটেলের পেছনে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় সিদ্দিক হোসেন এবং সাজ্জাত হোসেন নামে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত মাজেদুলের বাড়ি গাজীপুরে। তিনি মায়া হোটেল সংলগ্ন একটি তাঁত ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন।

এই প্রসঙ্গে টাঙ্গাইল থানার ওসি ছায়েদুর রহমান জানান, মাজেদুল তাঁত ফ্যাক্টরির পাশের বাড়ির স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

ভোরে মাজেদুল ওই নারীর বাড়িতে যান। এসময় টের পেয়ে ওই নারীর পরিবারের লোকজন মাজেদুলকে আটক করে মারধর করে।

গুরুতর আহত অবস্থায় মাজেদুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।