English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮ ১২:২৫

যৌন ব্যবসায় রোহিঙ্গা নারীরা! (ভিডিও)

অনলাইন ডেস্ক
যৌন ব্যবসায় রোহিঙ্গা নারীরা! (ভিডিও)

মিয়ানমারের রাখাইন রাজ্য (আরাকান) থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও টেকনাফের লেদা’র ও শামলাপুরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পগুলো ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অন্তত আরো ৫ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে। যাদের কোনো সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই।

প্রসঙ্গত, গত বছরের ২৪ আগস্ট রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীরা পুলিশ ও সেনা চৌকিতে হামলা চালায়। এর পরের দিন সেনাবাহিনী রোহিঙ্গা বিতাড়ন অভিযান শুরু করে। সেনা সদস্যরা রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণ-নির্যাতন ও তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করলে। নির্যাতন-সহিংসতা থেকে প্রাণে বাঁচতে গত ২৫ আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

কিন্তু, মিয়ানামার থেকে পালিয়ে আশা কক্সবাজারের রোহিঙ্গা নারীদের দিয়ে যৌন ব্যবসা চালিয়ে যাচ্ছেন দালালরা। অনুসন্ধানে এমন অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।

দেশের বেসরকারি একটি টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। ওই প্রতিবেদনে দেখা যায়, অটোরিকশার চালকদের কাছেই পাওয়া যাচ্ছে এসব যৌন কর্মীদের সন্ধান।