English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৮ ১৫:৩১

ভয় দেখিয়ে ধর্ষণ, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী গর্ভবতী

অনলাইন ডেস্ক
ভয় দেখিয়ে ধর্ষণ, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী গর্ভবতী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সোমবার (১২ মার্চ) রাতে আলমডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

ভূক্তভোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন যাবত ওই কিশোরীকে একা পেয়ে প্রায়ই জোরপূর্বক ধর্ষণ করে একই গ্রামের প্রভাবশালী আবুল কাশেম। ঘটনা কাউকে বললে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত কাশেম। তাই প্রাণভয়ে ওই কিশোরী এতদিন কাউকে কিছু জানায়নি। কিন্তু মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি তার পরিবারের সদস্যরা বুঝতে পারে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলেও বাধা দেয় প্রভাবশালী ওই মহলটি।

বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, সোমবার রাতে ওই কিশোরীর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।