English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৭ ০৩:৫৬

হবিগঞ্জে বিদেশি মদ জব্দ

অনলাইন ডেস্ক
হবিগঞ্জে বিদেশি মদ জব্দ

হবিগঞ্জের মাধবপুর ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোরে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার সেলিম উল্লাসহ বিজিবি সদস্যরা উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে এ মাদক জব্দ করেন।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। অভিযানকালে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।