English Version
আপডেট : ৫ নভেম্বর, ২০১৭ ০৭:৪৫

কাকরাইলে মা-ছেলে খুন, অভিযুক্ত অভিনেত্রী ৬ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
কাকরাইলে মা-ছেলে খুন, অভিযুক্ত অভিনেত্রী ৬ দিনের রিমান্ডে

রাজধানীর কাকরাইলে চাঞ্চল্যকর মা-ছেলে খুনের ঘটনায় চলচ্চিত্র অভিনেত্রী শারমিন আকতার মুক্তা ও তার স্বামী আবদুল করিমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খুরশিদ আলম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মা শামসুন্নাহার ও ছেলে সাজ্জাদুল করিম শাওন হত্যার ঘটনায় শুক্রবার আসামি আবদুল করিম ও তার স্ত্রী মুক্তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া আদালত এ মামলার এজাহার গ্রহণ করে ৪ ডিসেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন কার্য করেছেন।

উল্লেখ্য, ববুধবার সন্ধ্যায় কাকরাইলের তমা সেন্টারের গলির কাছে ৭৯/১ বাড়ির পাঁচতলা থেকে মা শামসুন্নাহার ও তার ছেলে শাওনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।