English Version
আপডেট : ২ নভেম্বর, ২০১৭ ১০:১৩

এবার বাড্ডায় বাবা-মেয়ে খুন

অনলাইন ডেস্ক
এবার বাড্ডায় বাবা-মেয়ে খুন

রাজধানীর বাড্ডায় একটি ভবনের ছাদ থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নার বাগ এলাকার ওই বাড়িতে লোক পাঠিয়েছে পুলিশ।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ওই ভবনের ছাদেও ঘর বানিয়ে ভাড়া দেয়া হয়েছে। সেখানেই বাবা ও তার নয় বছর বয়সী মেয়ের লাশ পাওয়া গেছে। বাবার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যেদের মনে হয়েছে। 

তবে নিহতদের নাম-পরিচয় বা ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে এবং মেয়েটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।