English Version
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১২:৫৭

পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই !

অনলাইন ডেস্ক
পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই !

পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটানা ঘটেছে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী গ্রামে। এসময় গ্রামবাসীর হামলায় আহত হয়েছেন অন্তত চোদ্দো জন পুলিশ। ভাঙচুর করা হয়েছে পুলিশের দুটি গাড়ি।

ভারতীয় গণমাধ্যমের খবর, সোমবারের এই ঘটনায় আহত পুলিশকর্মীদের বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে সপ্তাহখানেক আগে বাসন্তীর নির্দেশখালিতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয় মুজিবর মল্লিক নামে এক যুব তৃণমূল কর্মীর। সেই খুনের ঘটনায় নাম জড়িয়েছিল স্থানীয় ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েত সদস্য জাকির শেখের।

সোমবার দুপুর বারোটা নাগাদ বাসন্তী থানার ওসি অর্ধেন্দু শেখর দে সরকার ও সি আই ক্যানিং রতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ বাহিনী যায় নেবুখালির খিরিসতলায়। সেখানে জাকিরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলো পুলিশ।

ঠিক সেই সেই সময় প্রচুর গ্রামবাসি মহিলা ও পুরুষ আচমকা হামলা চালায় পুলিশের উপর। পুলিশ পিটিয়ে ছিনিয়ে নিয়ে যায় জাকির সেখকে। পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।

গ্রামবাসীদের হামলা থেকে পুলিশ পালিয়ে বাঁচে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর বিকালে আবারো বিশাল পুলিশ বাহিনী ঐ এলাকাটিতে যায়। পুলিশের উপর হামলার অভিযোগে কয়েক জন কে গ্রেফতার করা হয়।