English Version
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৪৫

অবৈধ সম্পর্ক থেকে মুক্তি পেতে বড় ভাইয়ের স্ত্রীকে হত্যা

অনলাইন ডেস্ক
অবৈধ সম্পর্ক থেকে মুক্তি পেতে বড় ভাইয়ের স্ত্রীকে হত্যা

ভারতের গাজিয়াবাদে এক নারীর হত্যার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। দেবরের হাতে খুন হয় তারই ভাইয়ের স্ত্রী।

আর এই খুনের পর সেই ব্যক্তি পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করে বলেও জানা যায়।

সূত্রের খবর, ঘটনাটি উত্তরপ্রদেশের সাহিবাবাদের লাজপত নগরের। এখানেই ওমপাল নামের এক ব্যক্তি তার স্ত্রী অনিতা এবং ভাই আকাশকে নিয়ে থাকত। ওমপাল পার্কিং-এ ঠিকাদারের কাজ করত। গতকাল বুধবার রাতে অনিতার স্বামী বাইরে যায়। তারপরেই আকাশ এবং আরও এক ব্যক্তি বাড়িতে ঢোকে। রাত প্রায় দশটা নাগাদ আকাশ ছুরি দিয়ে তার ভাবি অনিতার গলা কেটে তাকে হত্যা করে। দেহটি রক্তাক্ত অবস্থায় বাড়ির মধ্যেই রেখে দেয়। খুনের পর সে থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

পুলিশের কাছে সে যে বয়ান দেয় তাতেই সবাই অবাক হয়ে যায়। সে জানায়, তার ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। এই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে চাইলেও, অনিতা তার ওপর জোর করতে। এর থেকে মুক্তি পেতেই সে এই খুনের ছক কষে৷ ২৬ বছর বয়সী সেই নারীর দেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। সমগ্র ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।