English Version
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০৯:০৯

বাবাকে মদ খাইয়ে বেহুঁশ করে মেয়েকে প্রতিদিন লাগাতার ধর্ষণ

অনলাইন ডেস্ক
বাবাকে মদ খাইয়ে বেহুঁশ করে মেয়েকে প্রতিদিন লাগাতার ধর্ষণ

ভারতের উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারের অফিসের কাছেই বাবাকে মদ খাইয়ে বেহুঁশ করে মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবারই বন্ধুদের বিরুদ্ধে।

বারাসাতের দ্বিজহরি দাস কলোনি থেকে গ্রেফতার অভিযুক্ত বাবারই ৩ বন্ধু। এ খবর নিশ্চিত করে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ।

মা নেই। স্ত্রী মারা যাওয়ার পর থেকেই নেশায় চুর হয়ে থাকত বাবা। বছর তেরোর মেয়েটির অভিযোগ, মা মারা যাওয়ার পর বাড়িতেই মদের আসর বসাত বাবার ৩ বন্ধু।

বাবাকে মদ খাইয়ে বেহুঁশ করে বাবার ওই তিন বন্ধু তাকে দিনের পর দিন পালা করে ধর্ষণ করত বলেও অভিযোগ!

অভিযোগ পেয়ে সোমবার রাতেই পুলিশ শ্যামল সাহা ও সঞ্জিত দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

অপর অভিযুক্ত বাবু দাস নামে বছর পঁয়তাল্লিশের এক দোকানদারকে মঙ্গলবার সকালে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা তাঁর দোকান।

পুলিশ জানিয়েছে, ধৃত ৩ অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।