English Version
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০৯:২২

রাজবাড়ীতে ২ মহিলাসহ ৩ মাদক বিক্রেতা আটক

অনলাইন ডেস্ক
রাজবাড়ীতে ২ মহিলাসহ ৩ মাদক বিক্রেতা আটক

রাজবাড়ীতে আজ মঙ্গলবার পৃথক ২টি অভিযানে ১৩ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সকাল ও দুপুরে জেলা সদর ও গোয়ালন্দ উপজেলায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলো, সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. শাজাহান শেখের ছেলে মো. সেলিম শেখ (২৮), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মো. আরিফ কাজির স্ত্রী রোজি বেগম (৪০) ও একই এলাকার মো. লাল মিয়ার স্ত্রী সাথী বেগম (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, সকালে রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ সেলিমকে আটক করা হয়। এছাড়াও দুপুরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে রোজিকে ছয় গ্রাম হেরোইন ও সাথীকে সাত গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তিনি আরও জানান, উদ্ধার করা এসব মাদকের মূল্য এক লাখ ৯০ হাজার টাকা হবে।

আটক সেলিমের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় এবং রোজী ও সাথীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। জানা গেছে, রোজী ও সাথী দৌলতদিয়া যৌনপল্লীতে দু’জনের ২টি বাড়ী আছে।