English Version
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:১৯

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান, ৩ চাল ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান, ৩ চাল ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন চাল ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জরিমানা দেওয়া ব্যবসায়ীরা হলেন-ওই বাজারের ইসমাইল এন্টারপ্রাইজের মালিক মো. আতাউর রহমান, আকরাম এন্টারপ্রাইজের মালিক মো. আকরাম হোসেন ও কাসেম স্টোরের মালিক মো. আবুল কাসেম।

গাজীপুর জেলা বাজার কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে হোতাপাড়া বাসস্ট্যান্ড বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দোকানে থাকা চাল কেনার রশিদ ও রেজিস্ট্রার খাতা প্রদর্শন করতে না পারায় এবং দোকানে মূল্য তালিকা টানানো না থাকায় ওই তিন চাল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে গাজীপুর জেলা বাজার কর্মকর্তা মো. আব্দুস সালামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।