English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:৫০

মুন্সীগঞ্জে মাজারে দুই নারীকে জবাই করে হত্যা

অনলাইন ডেস্ক
মুন্সীগঞ্জে মাজারে দুই নারীকে জবাই করে হত্যা

মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালির ভিটিশিল মন্দির এলাকার বারেক ল্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে মাজারে খাদেম এসে গলা কাটা অবস্থায় দুই নারীকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধারে কাজ করছে পুলিশ। নিহতরা হলেন- আমেনা বেগম(৬০) এবং তাইজুন খাতুন(৪৮)।   মাজারের খাদেম ম. মাসুদ খান জানান, রাতে আমেনা বেগম(৬০) এবং তাইজুন খাতুন(৪৮) মাজারের ভিতর থাকে। সকাল এসে মাজারে ভিতরে তাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।   মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকাল খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। মাজার থেকে মরদেহ দুইটি উদ্ধারে কাজ করছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।