English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০৮:৩৫

দশম শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে...

অনলাইন ডেস্ক
দশম শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে...

মাগুরার শ্রীপুর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ধর্ষণের ঘটনা জানার পর স্কুলছাত্রীর বাবা অভিযুক্ত প্রতিবেশী লম্পট নাসির হোসেনকে (২৮) ধরে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। 

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন হোসেন বিশ্বাস জানান, দশম শ্রেণির ওই ছাত্রী আজ সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। এ সময় প্রতিবেশীর ছেলে নাসির হোসেন তাকে রাস্তা থেকে তুলে ঘরে নিয়ে ধর্ষণ করে। 

মেয়েটি বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপর স্কুলছাত্রীর বাবা প্রতিবেশীর বাসায় গিয়ে নাসিরকে ধরে এনে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে নাসিরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।