English Version
আপডেট : ২৯ আগস্ট, ২০১৭ ১৭:৫৭

রানার ৩ বছর সাজা

অনলাইন ডেস্ক
রানার ৩ বছর সাজা

সম্পদের হিসাব না দেয়ার মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক কে এম ইমরুল কায়েস মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। 

এক সময়ের যুবলীগ নেতা রানাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকা দিতে না পারলে আরও তিন মাস তাকে এ মামলায় জেলে থাকতে হবে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে সোহেল রানার মালিকানাধীন বহুতল বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসে পড়লে তা বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করে। ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিকের মৃত্যু হয়। ভবন ধসের পর পালিয়ে যাওয়া রানাকে চারদিন পর যশোর থেকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন অভিযোগে সে সময় রানার বিরুদ্ধে ছয়টি মামলা হয়, যার প্রথমটির রায় হল মঙ্গলবার।  

রায়ের পর রানার আইনজীবী ফারুক আহম্মদ সাংবাদিকদের বলেন, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের করা এ মামলায় রানাকে গ্রেপ্তার দেখানো হয় ওই বছর ২০ মে। আজ রায়ে বলা হয়েছে, সাজার তিন বছর থেকে তার হাজতবাসকালীন বাদ যাবে। সে অনুযায়ী তার আর নয় মাস সাজা খাটতে হবে। তবে এই রায়ের বিরুদ্ধেও আমরা আপিল করবো।