English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৭ ১৩:০০

কুড়িগ্রামে ১২ কেজি গাঁজাসহ আটক ৩

অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে ১২ কেজি গাঁজাসহ আটক ৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার ভোরে ফুলবাড়ী থানার এসআই সাইফুল উপজেলার অন্তপুর কাজির মোড় এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। তার নাম মজিদুল ইসলাম, বয়স ৩৮ বছর। আটক মজিদুল অনন্তপুর মাষ্টার পাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

এছাড়া, একই সময় ফুলবাড়ী থানার এসআই এ বি সিদ্দিক উপজেলার বিদ্যাবাগিশ নিম্নমাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে সিরাজুল ইসলাম (৩৬) ও আব্দুল্লা বাজার এলাকা থেকে আ. লতিফ (৩২) নামের দুই মাদক সেবনকারীকে আটক করেন। আটক সিরাজুল বিদ্যাবাগিশ গ্রামের মৃত নছিয়ত উল্লাহর ও আ. লতিফ কুটিচন্দ্রখানা গ্রামের মৃত নুরল ইসলামের ছেলে।