English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৭ ১৭:২৮

মহিলা ক্রিকেটারকে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য দেশের ক্রিকেট মহলে

ভয়াবহ পরিণতি হল দেশের মহিলা ক্রিকেটারের। এমনটা কী প্রাপ্য ছিল তাঁর?
অনলাইন ডেস্ক
মহিলা ক্রিকেটারকে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য দেশের ক্রিকেট মহলে

চাঞ্চল্যকর অভিযোগ ভারতীয় ক্রিকেটে। জাতীয় স্তরের এক মহিলা ক্রিকেটারকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুরোহিতের বিরুদ্ধে। রাজস্থানের ভিলওয়ারার সেই পুরোহিত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ। 

জানা গিয়েছে আক্রান্ত মহিলা ক্রিকেটার জাতীয় স্তরের ক্রিকেটে নিয়মিত খেলেন। হরিয়ানার রঞ্জি ক্রিকেট দলের তিনি নিয়মিত মুখ। হিসারের পুলিশ চারজনের নামে এফআইআর দায়ের করেছে। এই অভিযুক্তের মধ্যে মূল হলেন এই পুরোহিত। বাকি তিনজনের মধ্যে রয়েছে এমন একজন যাঁর মাধ্যমে পুরোহিতের সঙ্গে পরিচয় ঘটে নির্যাতিতা ক্রিকেটারের। তবে এর মধ্যেই অভিযোগ উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার। রবিবারে দুর্ভাগ্যজনক এই ঘটনার পর হরিয়ানার ডিজিপি বিএস সাঁধুর সঙ্গে দেখা করেছেন নির্যাতিতা। তিনি শুধুমাত্র পুলিশি অকর্মণ্যতারই অভিযোগ তোলেননি, পুলিশ আধিকারিকরা তাঁর বিরুদ্ধে অশ্লীল বাক্য প্রয়োগ করেছেন, এমনটাও জানিয়েছেন। থানায় দায়ের করা এফআইআর ও সর্বভারতীয় প্রচারমাধ্যম থেকে জানা গিয়েছে, এই ঘটনার মূল অভিযুক্ত বিদ্যানন্দ নামের এক পুরোহিত। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে মহিলা ক্রিকেটারের সঙ্গে আলাপ হয় তাঁর। এরপর হরিদ্বারে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন দু’জনে। হিসারের এসপি মণীশ চৌধুরি জানিয়েছেন, একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। তিনি জানিয়েছেন, ‘‘মূল অভিযুক্ত পালিয়ে গিয়েছে। তবে খুব শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে।’’