English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৭ ১৪:৪৮

স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা


স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি

 

রাজধানীর তেজগাঁওয়ে স্বামীর নির্যাতন সইতে না পেরে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দীপা আক্তারকে (২৫)  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।  

 

নিহত দীপা মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় স্বামী শামীম হোসেন ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন। দীপা আক্তার তার বোনের বাসায় এসে আত্মহত্যা করেন।  

 

দীপার ছোট বোন শারমিন জানান, গত ৪/৫ দিন আগে পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। ফলে সে তেজগাঁও কুনিপাড়া এলাকায় তার বাসায় এসে থাকেন। স্বামীর অত্যাচার সইতে না পেরে দীপা এমন কাজ করেছেন।

 

এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই কামাল হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।